‘খেলা হবে খেলা হবে’ এমন ঘোষণায়
আকুল হয়ে যেন কত আবেগীয়তায়
এই পৃথিবীর ব্যস্ত মানুষ কত ব্যগ্রতায়
ধৈর্য ধরে খেলার তরে থাকে অপেক্ষায়।
শান্তিপূর্ণ খেলার তরে আশায় বেঁধে বুক
শান্তিপ্রিয় মানুষ থাকে কত-যে উৎসুক!
মনের মাঝে জাগে কত অযাচিত ভয়
খেলার সময় অবাঞ্ছিত যদি কিছু হয়!
কত তীক্ষ্ণ দৃষ্টি মেলে থাকে অপেক্ষায়
গায়ের জোরে কে যে কখন ফাউল করে যায়!
স্বার্থান্বেষী বহুরূপী ভ্রষ্ট খেলোয়াড়
সুযোগ নিতে পারে কোনো স্বৈরাচারিতার।
গায়ের জোরে নিয়ম ভেঙে ভ্রষ্ট খেলোয়াড়
ইচ্ছেমতো খেলা খেলে কত নির্বিকার!
মানে যদি অনিবার্য যথার্থ নিয়ম
নিয়মতান্ত্রিক খেলা লাগে কত অনুপম!
আশান্বিত ব্যগ্র কত বিনীত হৃদয়
স্বচ্ছ সুষ্ঠু খেলা হবে, ফাউল মোটেও নয়,
বাস্তবতার প্রেক্ষাপটে যে-কোনো সময়
বিঘোষিত হতে পারে সত্যের বিজয়।
এই পৃথিবীর বুকে কত দক্ষ খেলোয়াড়
মনের মতো খেলা খেলে কত চমৎকার!
খেলা দেখে মুগ্ধ মানুষ ব্যাপ্ত প্রশংসায়
আনন্দিত মনে কত শুভেচ্ছা জানায়!
লেখক : প্রাক্তন চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।