করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী এমএ মালেক। রোববার সকালে তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর বিষয়টি সোমবার যুগান্তরকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
জানা গেছে, সম্প্রতি করোনায় আক্রান্ত হন প্রকৌশলী এমএ মালেক। তিনি ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় ২৫ জন মারা গেছেন। দুই হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮২ জন।