আফগানদের বিপক্ষে ম্যাচ জেতানো জুটি গড়েন হৃদয়-শামীম। ছবি: এএফপি
টি-২০ সিরিজে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। শক্তি ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করেছে। দলকে জেতাতে কার্যকরী এক জুটি গড়েন একসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারি। ওই জুটির পেছনের গল্প বলেছেন হৃদয়।
আফগানিস্তানের ১৫৪ রান তাড়া করতে নেমে ৬৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে আছেন মিডল অর্ডার ব্যাটার হৃদয় ও শামীম।
ওই জুটি নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমি শামীমকে বলেছিলাম, এমন পরিস্থিতি থেকে আমরা ঘরোয়া ক্রিকেটে ম্যাচ জিতেছি। আমরা মিডল অর্ডার ব্যাটার, যদি পরবর্তী দুই ওভারে মোমেন্টাম পেয়ে যাই, এই ম্যাচ বদলে দেওয়া সম্ভব। ম্যাচের চিত্র ওই দুই ম্যাচেই বদলে গেছে।’
হৃদয়ের মতে, যে কোন আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। সকলেই শক্তিশালী দল। সেজন্য তারা নিজেদের পরিকল্পনায় স্থির ছিলেন। দরকার বুঝে ঝুঁকিও নিয়েছেন তারা। তবে পরিকল্পনা বাস্তবায়ন করায় বেশি মনোযোগ ছিল তাদের।
আফগানিস্তানের বিপক্ষে কামব্যাকের এই জয় পরবর্তীতে আত্মবিশ্বাস দেবে বলেও বিশ্বাস হৃদয়ের, ‘আমরা পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করেছি। প্রতিপক্ষ যা-ই হোক, এমন জয় সবসময় আত্মবিশ্বাস দেয়। আমি ম্যাচ শেষ করে ফিরতে পারায় খুশি। এমন সুযোগ সব সময় আসে না।’
বাংলাদেশ রোববার সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলবে। ওই ম্যাচে জিতে আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশ দলের। এর আগে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।