• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন

সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, জড়ো হলে ব্যবস্থা

একেনিউজ ডেস্ক ॥
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

জামায়াতে ইসলামীকে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর পরও দলটির পক্ষ থেকে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

বায়তুল মোকাররমে দলটির নেতাকর্মীরা জড়ো হলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আগস্ট মাস জাতীয় শোকের মাস। তাই শোকের মাসের প্রথম দিনে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে পুলিশের অনুমতি না পেলেও মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই সমাবেশের আয়োজন করার কথা।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার নেতাকর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের ডাক দিয়েছে দলটি।

আজ সোমবার বিকালে রাজধানীর একটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় জামায়াত। এতে লিখিত বক্তব্য পড়েন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে পুলিশের আইজিকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠেয় বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ই-মেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওই দিন বিকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায় জামায়াতের একটি প্রতিনিধিদল।


More News Of This Category