• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত, বিদায় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক ॥
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
India's captain Rohit Sharma (R) celebrates after the dismissal of Sri Lanka's Charith Asalanka during the Asia Cup 2023 super four one-day international (ODI) cricket match between India and Sri Lanka at the R. Premadasa Stadium in Colombo on September 11, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP)

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইানেল ভারত। ছবি: সংগ্রহীত

শ্রীলঙ্কা জিতলেই এশিয়া কাপের ফাইনালের লড়াই জমে যেত। সপ্তম উইকেট জুটিতে ধনাঞ্জয়া ও ভেল্লালাগে জুটি গড়ে আশাও দিচ্ছিল। জাদেজার ব্রেক থ্রুতে ওই আশা ভেঙেছে লঙ্কানদের। তাদের অলআউট করে ৪১ রানের জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সঙ্গে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে সামান্য আশা ছিল তাও ভেঙে দিয়েছে।

সমীকরণ অনুযায়ী, শ্রীলঙ্কা আজকের ম্যাচটি জিতলে এবং পরের ম্যাচেও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারালে ভারতের বিপক্ষে এক ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। এখন ভারত দুই ম্যাচে জয় পাওয়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। এমনকি ম্যাচটি ভেসে গেলেও আশা শেষ বাংলাদেশের।


More News Of This Category