• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন

শাজাহানপুর থানায় মির্জা আব্বাসসহ ৮০০ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বিএনপির মহাসমাবেশে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানী শাহজাহানপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসিনুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৫৭ জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০০ থেকে ৮০০ জনকে। পুলিশ বাদি এ মামলা দায়ের করে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আরো মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত এবং পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।


More News Of This Category