বিএনপির মহাসমাবেশে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানী শাহজাহানপুর থানায় এ মামলা দায়ের করা হয়।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসিনুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৫৭ জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০০ থেকে ৮০০ জনকে। পুলিশ বাদি এ মামলা দায়ের করে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আরো মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত এবং পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।