• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন

লাজুক কোকিল

॥ অধ্যাপক ডা. মো. আবদুর রহিম ॥
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

আড়ালে আড়ালে থেকে লাজুক কোকিল
বিমোহিত করে কত ধরণি নিখিল!
হৃদয়ে লালন করে কত অভিমান
সুরেলা মধুর কণ্ঠে গেয়ে যায় গান!

আন্দোলিত কিশলয়ে বনানী সবুজ
জানি না কেড়েছে কি না হৃদয় অবুঝ!
তবে কেন ছেড়ে ব্যাপ্ত ধরণি নিখিল
পাতার আড়ালে থাকে লাজুক কোকিল!

আড়ালে লুকিয়ে থেকে গেয়ে যায় গান
সুরে সুরে ঝরে পড়ে কত অভিমান!
তরঙ্গিত প্রবাহিত সুরের ঝংকার
মোহিত হৃদয়ে তোলে ললিত টংকার।

খুঁজে পেতে অবস্থান লাজুক পাখির
কত-যে প্রয়াস চলে সন্ধানী আঁখির!
দুরন্ত প্রয়াসে কোনো না পেয়ে সন্ধান
আকুল হৃদয়ে শোনে সুমধুর গান।

শুনে কত আরোপিত সুমধুর সুর
বিম্বিত ছবিতে ধন্য মনের মুকুর!
অন্তরালে থেকে এত নিবেদিত মন
চরাচরে করে কত সুধা বিতরণ!

সুরের আবহে ধন্য স্নিগ্ধ অনাবিল
নিবিষ্ট হৃদয়ে গেয়ে নিভৃতে কোকিল
অভিভূত মানুষের মন করে জয়
অর্জন করে যে কত বিপুল বিজয়!

লেখক : প্রাক্তন চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা


More News Of This Category