• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন

রিয়াদে “বাংলাদেশ প্রডাক্ট এক্সিভিশন ২০২৩ রিয়াদ ” এর শুভ উদ্বোধন।

সৌদি আরব রিয়াদ প্রতিনিধি- মোঃ আল-আমিন হিমেল।
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

সৌদি আরবের রিয়াদস্থ ক্রাউন প্যালেস হেটেলে অনলি এন্টারটেইনমেন্ট এর উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ দূতাবাস সৌদি আরবের সহযোগিতায়  বাংলাদেশ প্রডাক্ট এক্সিভিশন ২০২৩ রিয়াদ এর আয়োজন করা হয়েছে। ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি- বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মুর্তজা জুলকার নাইন নোমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনলি এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রেদুয়ানুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত  ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ.এইস.এম আহসান, বাংলাদেশ বিজিএমইর সভাপতি ফারুখ হাসান, ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ডিপুটি চিপ ওপ মিশন আবুল হাসান মৃধা সহ দূতাবাসের কর্মকর্তা প্রমুখ।
প্রধান অতিথি বানিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রডাক্ট এক্সিভিশন মেলর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী সুসর্ম্পক বৃদ্ধি পাবে আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সহায়ক হবে এবং দেশের অর্থনিতিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। বাংলাদেশ থেকে প্রায় ৩৫টি কোম্পানী মেলায় অংশগ্রন করে।
আলোচনা শেষে মন্ত্রী মহোদয় ও উপস্থিত অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন।


More News Of This Category