কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির ফকিরামোরা মসজিদ সংলগ্ন সিএইচ বিল্ডার্স এগ্রো ফার্মে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় ২৫-৩০ জন দুস্কৃতকারী এই হামলা চালায়। হামলায় ওই ফার্মের মালিকের ছোট ভাইসহ ৫ জন আহত হয়েছে।
ফার্মের কর্মচারি সুমন জানান, স্থানীয় একটি কুচক্রি মহল প্রতিদিন ফার্মে তাদের গরু-ছাগল ঢুকিয়ে দিয়ে নানাভাবে নির্যাতন করে আসছিল। ঘেরাবেড়া টপকিয়ে বিভিন্ন ক্ষতি সাধন করে। শনিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি তার গরু ফার্মে ঢুকিয়ে দেয়। পরে ফার্মের মালিক আল আমিনের ছোট ভাই কামরুল হাসান তাকে বিষয়টি বুঝিয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে আমির হোসেন ও কালুর নেতৃত্বে ২৫-৩০ জন সশস্ত্র ব্যক্তি ফার্মে রামদা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় ফার্মের মালামাল ভাংচুর করে কয়েকটি গরু লুট করে নিয়ে যায় হামলাকারীরা। তাদের বাধা দিতে গেলে কামরুলসহ ফার্মের কর্মচারি শাকিল, সকু ও সুমনের উপর হামলা করা হয়। কামরুলের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে কর্মচারিরা। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহত কামরুলের পিতা মোহাম্মদ হাবিবুর রহমান কন্ট্রাক্টর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।