• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন

যোগে ভুল করায় জিপিএ থেকে বঞ্চিত ছিল ১৫১

একেনিউজ ডেস্ক ॥
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

ফাইল ছবি

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

যোগে ভুল করায় জিপিএ থেকে বঞ্চিত হয়েছিল ১৫১ জন এবং ফেল করে ৫৮ পরীক্ষার্থী।

সোমবার দুপুরে বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। এতে ৩৫৯ জন শিক্ষার্থীর ৩৬৩টি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর বিভিন্ন স্কুলের ২৩ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী তাদের ৫৫ হাজার ৯৬২টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। সোমবার যাচাইবাছাই শেষে সংশোধিত ফল প্রকাশিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, পুনঃনিরীক্ষণে ৩৫৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫৮ জন ফেল থেকে পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। এদের মধ্যে এক শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। মূলত নম্বর যোগ করতে ভুল হওয়ায় এসব ফল পরিবর্তন এসেছে।


More News Of This Category