মরদেহ দেখতে স্বজনদের ভীর।
রাজবাড়ীর পাংশায় মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাফি শেখ (১০) নামের এক চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌরাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধুলিয়াট গ্রামের রইচ শেখের ছেলে ও চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রাফির নিজ বাড়িতে বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফির নানা গোলাম মোস্তফা বলেন, মহিলাদের চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রাফি তার চাচাত মামা মো. ফরহাদ মৃধার রঙ করা খাটের ওপর পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মোবাইল চার্জে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইফতেখার আলম প্রধান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি।