• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ পূর্বাহ্ন

মিডিয়া আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে: স্বস্তিকা

Reporter Name
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কাজ করেছেন বহু ব্যবসা সফল সিনেমায়। যদিও ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি।

‘ঠোঁটকাটা’ স্বভাবের এই অভিনেত্রী সম্প্রতি আঙুল তুলেছেন মিডিয়ার দিকে। তার দাবি, অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত ছিল কলকাতার মিডিয়া। স্বস্তিকা বলেন, ‘কলকাতার মিডিয়া চিরকাল আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে।’

তার অভিযোগ, ‘কলকাতার কিছু কিছু সংবাদমাধ্যম এতদিন আমার ছবি নিয়ে কোনো আলোচনা করেনি। তার বদলে আমি কার সঙ্গে কোন হোটেলে বসে কফি খেলাম, আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে, এই সব নিয়েই লিখে গেছে। সেগুলো দিয়ে হয় কুলের চাটনি বানিয়েছে, নয় টমেটোর চাটনি বানিয়েছে।’

এই অভিনেত্রী বলেন, ‘এক বছরে আমার পাঁচটি ছবিও মুক্তি পেয়েছে। তার মধ্যে দু’-তিনটি ছবি হিট। সেই সংবাদমাধ্যমগুলো এক অক্ষরও লেখেনি সেই ছবিগুলো নিয়ে। এখন অবশ্য তারা সমীকরণ ঠিক করতে চায় আমার সঙ্গে। কিন্তু আমার উৎসাহ হারিয়ে গেছে।’

সম্প্রতি স্বস্তিকাকে প্রযোজক সন্দীপ সরকার ‘নগ্ন ছবির নমুনা’ পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর ‘শিবপুর’ সিনেমার অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় অভিযোগ করেন, ষড়যন্ত্রের মূলে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য।

এ অভিযোগের পর ফেসবুক পোস্টে স্বস্তিকা জানান, ‘শিবপুর’ সিনেমায় যুক্ত হয়েই ওই বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী। তাই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তিনি যাবেন না। এরপর থেকেই এই ছবিকে নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়।


More News Of This Category