• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন

মায়ামিতে মেসির চুক্তির তথ্য ‘ফাঁস’

ক্রীড়া ডেস্ক ॥
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

গোটা ফুটবল দুনিয়ার চিত্রই বদলে গিয়েছিল একটা খবরে। ‘মায়ামিতে মেসি!’ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে আগামী মৌসুমে মাঠ মাতাবেন লিওনেল মেসি। যদিও, মায়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি এখনও সম্পন্ন হয়নি। চলতি জুনের ৩০ তারিখ পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে। ওদিকে, এমএলএসে দলবদল শুরু হবে ৫ জুলাই থেকে।

মেসি মায়ামিতে যাওয়ার ঘোষণা দিলেও চুক্তির অর্থের পরিমাণ জানায়নি মেসি কিংবা মায়ামি কেউই। তবে, গত ২০ জুন জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবল বিশ্লেষক মার্ক বার্নস তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মেসির চুক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন।

সেখানে বলা হয়, মায়ামিতে মেসির চুক্তি হবে আড়াই বছরের অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারসহ মোট চুক্তি দেড়শ মিলিয়ন ডলারের। এগুলো শুধু মাঠের খেলার জন্য পাওয়া বেতন। এ ছাড়া, ইন্টার মায়ামির স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস, অ্যাপল ও ফ্যানেটিক্সের কাছ থেকে ক্লাবের প্রাপ্ত লভ্যাংশের একটা অর্থ দেওয়া হবে মেসিকে।

ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট মার্কার একটি প্রতিবেদনে জানা যায়, এমএলএসে বিনিয়োগ করা অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকেও মেসি পাবেন ন্যূনতম লভ্যাংশ।

জানা গেছে মায়ামিতে মেসির অভিষেকের সম্ভাব্য দিনক্ষণ। আগামী ২২ জুলাই ফ্লোরিডার ফোর্ট লডারডেলের স্টেডিয়ামে লিগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আসুলের বিপক্ষে লড়বে মায়ামি। সেদিনই মায়ামির জার্সিতে মেসিকে দেখা যেতে পারে মাঠে।

নতুন গ্রাহকরা তাদের স্ট্রিমিং প্যাকেজ এবং এমএলএস সিজন সাইন আপ করলে সেটিরও লভ্যাংশ পাবেন আর্জেন্টাইন অধিনায়ক। মেজর লিগ সকারের টেলিভিশন সম্প্রচার স্বত্বের একটা অংশও পেতে পারেন মেসি। আর এই ক্লাব থেকে অবসর নিলে ইন্টার মায়ামি ক্লাবের মালিকানার একটা অংশ হতে পারে মেসির নামে।


More News Of This Category