• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন

মরক্কোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক ॥
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর পাহাড়ি এলাকা আজিলাল প্রদেশে গতকাল রোববার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে এটি ভয়াবহ দুর্ঘটনা বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপিকে বলেছেন, একটি মিনিবাস দেমনাত শহরে যাচ্ছিল। সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিল। পথিমধ্যেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর শোনা মাত্রই ঘটনাস্থলে দেশটির পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে- তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে এমএপির খবরে বলা হয়েছে।

এর আগে গত গ্রীষ্মে দেশটি আরেক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছিল।

এ ছাড়া ২০১৫ সালে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ তান-তানে বাস দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানি ঘটে। যাদের বেশির ভাগই স্কুলের শিশু শিক্ষার্থী ছিল। ২০১২ সালে দেশটিতে আরেক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়।


More News Of This Category