অভিনেতা ভিকি কৌশল তার পরবর্তী চলচ্চিত্র ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির ট্রেলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এরইমধ্যে ইন্ডিয়া টুডের সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশগ্রহন করেন অভিনেতা। আর সেখানে তিনি জানান, তার স্ত্রী ক্যাটরিনা কাইফ তার সবচেয়ে বড় সমালোচক!
কথোপকথনে ৩৫ বছর বয়সী অভিনেতা আরো প্রকাশ করেছেন যে তার সবচেয়ে বড় সমালোচক ক্যাটরিনা কাইফ। ভিকি বলেন, “ক্যাটরিনা আমার সবচেয়ে বড় সমালোচক। সে সবচেয়ে নৃশংস সমালোচক।
বেশ কিছুদিন আড়ালে সম্পর্ক রাখার পর ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ২০২১ সালে বিয়ে করেন। বলিউডের সুখী দম্পতি হিসেবেই পরিচিত এই জুটি। ভিকিকে সামনে দেখা যাবে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তে। অপরদিকে ক্যাটরিনাকে সামনে দেখা যাবে বহুল প্রতীক্ষিত ‘টাইগার ৩’-এ। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা।
সূত্র : ইন্ডিয়া টুডে