ভারতের মহারাষ্ট্রের থানে জেলার সাহাপুরে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে ক্রেন ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া’র
ক্রেন ধসে পড়া স্থাপনার নিচ থেকে ১৫ জনের মরদেহ বের করে আনা হয়েছে এবং এখনও অন্তত ছয়জন এর নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করছে স্থানীয় উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ করছে। তিনজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সাহাপুরের খুতাদি সারলাম্বে গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
গার্ডার মেশিন অর্থাৎ বিশেষ ধরনের যে ক্রেন ধসে পড়েছে, এগুলো সেতু, ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যবহার করা হয়।