• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ

একেনিউজ ডেস্ক ॥
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ায় প্রতিবাদ সমাবেশ ডেকেছে বিএনপি। আজ শুক্রবার (৪ আগস্ট) বিকেল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা একটু দেরিতেই শুরু হয়। অন্যদিকে এ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর নয়াপল্টন, নাইটিংগেল মোড়, ফকিরাপুলের মোড়সহ আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজধানীর নয়াপল্টনে হাঁটু পানি মাড়িয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। 

দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা দলে দলে ভিজতে ভিজতে আসছেন। সরেজমিন দেখে গেছে, বিএনপির ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির উদ্যোগে সমাবেশে যোগ দিতে দেখা গেছে। তেজগাঁও থানা বিএনপির একটি দল হাঁটু পানি মাড়িয়ে যাচ্ছিল সমাবেশস্থলে। এ দল থেকে এক যুবক বলে উঠেন, ‘গলা পর্যন্ত পানি হলেও বিএনপির সমাবেশ বন্ধ হবে না। মানুষ আজ ফুঁসে উঠেছে।’

ঢাকা মহানগর দক্ষিণের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির একটি দল যাচ্ছিল কার্যালয়ের সামনে। এ দলের অধিকাংশের জুতা ছিল হাতে। এ ছাড়া অন্যান্য দল থেকেও জুতা হাতে নিয়ে নেতাকর্মীদের আসতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, মানুষ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় হাঁটু পানিতেই দাঁড়িয়ে আছে। এ ছাড়া নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা পানিতে এবং রাস্তার দুই ধারে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সমাবেশে আসার সময় ছাতা এনেছেন। কেউ কেউ আবার ভিজতে ভিজতে এসেছেন।

এ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। রাজধানীর নয়াপল্টন, নাইটিংগেল মোড়, ফকিরাপুলের মোড়সহ আশপাশের বিভিন্ন অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমাদের এ ব্যবস্থা।’


More News Of This Category