
দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা দলে দলে ভিজতে ভিজতে আসছেন। সরেজমিন দেখে গেছে, বিএনপির ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির উদ্যোগে সমাবেশে যোগ দিতে দেখা গেছে। তেজগাঁও থানা বিএনপির একটি দল হাঁটু পানি মাড়িয়ে যাচ্ছিল সমাবেশস্থলে। এ দল থেকে এক যুবক বলে উঠেন, ‘গলা পর্যন্ত পানি হলেও বিএনপির সমাবেশ বন্ধ হবে না। মানুষ আজ ফুঁসে উঠেছে।’
ঢাকা মহানগর দক্ষিণের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির একটি দল যাচ্ছিল কার্যালয়ের সামনে। এ দলের অধিকাংশের জুতা ছিল হাতে। এ ছাড়া অন্যান্য দল থেকেও জুতা হাতে নিয়ে নেতাকর্মীদের আসতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, মানুষ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় হাঁটু পানিতেই দাঁড়িয়ে আছে। এ ছাড়া নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা পানিতে এবং রাস্তার দুই ধারে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সমাবেশে আসার সময় ছাতা এনেছেন। কেউ কেউ আবার ভিজতে ভিজতে এসেছেন।