রাজধানীর বাড্ডা থানা এলাকার লিংক রোডের একটি বাসায় মঙ্গলবার দিনদুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ছয় থেকে সাতজনের একটি ডাকাতদল বাসার তৃতীয়তলায় ঢুকে সদস্যদের হাত-পা বেঁধে ৩০ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা লুট করেছে।
ওই বাসার মালিক ইশতিয়াক একটি রেস্টুরেন্ট ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাসার নিচতলায় তার রেস্টুরেন্টেই ছিলেন। এ ঘটনায় বুধবার বাড্ডা থানায় মামলা করেছে ইশতিয়াক। পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ শহীদুল্লাহ যুগান্তরকে বলেন, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারে অভিযান চলমান আছে।
মামলার এজাহারে ইশতিয়াক উল্লেখ করেন, ওইদিন অজ্ঞাত ৬-৭ ব্যক্তি বাসায় ঢুকে বাবা মীর ইসহাক আলী, মা মর্জিনা বেগম, ছোট মেয়ে লিজা ও তার শিশু ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ডাকাতদলের সদস্যরা আলমারির চাবি দিতে বলেন। না দিলে শিশু সন্তানকে হত্যার হুমকি দেয়। তাদের হাতে দেশি চাপাতি ও চাইনিজ কুড়াল ছিল। পরে একটি আলমারি খুলে দিলে ড্রয়ারে থাকা ১১ লাখ ৩ হাজার টাকা ও আরেকটি আলমারিতে থাকা ৩০ লাখ টাকা মূল্যের ৩৯ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ডের আংটি, নাকফুল ও ৭০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায়।