• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-মরিশাস চুক্তি : বেতনের টাকায় মুনাফা হলে দিতে হবে কর

একেনিউজ ডেস্ক ॥
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশে কর্মরত মরিশাসের নাগরিকরা বেতনের টাকা ব্যাংকে রাখলে বা বিনিয়োগ করলে, তার ওপর যে মুনাফা পাবেন সেই মুনাফা থেকে আইন অনুযায়ী বাংলাদেশে কর দিতে হবে। তবে মূল বেতন করের আওতা বহির্ভূত থাকবে।

একইভাবে বাংলাদেশের কোনো নাগরিক মরিশাসে কাজ করে যে বেতন পাবেন, সেই বেতনের টাকা ব্যাংকে রাখলে বা বিনিয়োগ করলে তা থেকে পাওয়া মুনাফার ওপর ওই দেশে কর দিতে হবে। এ ক্ষেত্রেও মূল বেতন ওই দেশের করের আওতা বহির্ভূত থাকবে।

এমন বিধান রেখে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে থাকা ‘দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ’ সংক্রান্ত চুক্তির সংশোধনের জন্য খসড়া প্রটোকল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে চুক্তির সংশোধনের জন্য খসড়া প্রটোকল অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার সংক্রান্ত একটা চুক্তি ছিল। সেই চুক্তিতে আমরা একটা সংশোধনী দিচ্ছি।

তিনি বলেন, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত-আমি বিদেশে যে আয় করি ওই দেশে আমার দেশের আইনটা ওখানে প্রযোজ্য হবে। মরিশাসের লোক যদি এখানে এসে আয় করে, তাহলে তার দেশের আইনটা কার্যকর হবে।

কিন্তু অনেক সময় দেখা যায়, আমি আয় করলাম তা ব্যাংকে রাখলাম, আমার ইন্টারেস্ট (মুনাফা) হলো বা অন্য জায়গায় আমি বিনিয়োগ করলাম ইন্টারেস্ট হলো সেটি কিন্তু আমি পায় না। ওই আইনের কারণে। কিন্তু ইন্টারন্যাশনালি নিয়ম আছে আমরা দাবি করতে পারি-বলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, সেটার প্রেক্ষিতে (ইন্টারন্যাশনালি নিয়ম) মরিশাস থেকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সম্মত হয়েছে এ রকম ইনকাম (ব্যাংকে টাকা রেখে পাওয়া মুনাফা বা বিনিয়োগ থেকে আয়) যেটা হবে, সেই ইনকামের ওপর আমরা ট্যাক্স বসাতে পারবো।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মরিশাসের কোনো নাগরিক আমাদের দেশে কাজ করলে তিনি মূল যে টাকা (বেতন) পান, সেই টাকার ওপর ট্যাক্স দিতে হবে না। তবে ওই টাকা থেকে যে মুনাফা পাওয়া যাবে, তার ওপর ট্যাক্স দিতে হবে।


More News Of This Category