• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন

বলিউডে পা রাখছেন কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক ॥
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

কীর্তি সুরেশ ও বরুণ ধাওয়ান

বলিউডে আত্মপ্রকাশ করতে প্রস্তুত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ। বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিপরীতে প্রথম বলিউড চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কীর্তি।

তামিল চলচ্চিত্র নির্মাতা কালিস পরিচালিত একটি অ্যাকশন-প্যাকড বিনোদনমূলক চলচ্চিত্রে অভিনয় করবেন দুজন। মুরাদ খেতানি (সিনে১ স্টুডিওস) এবং প্রিয়া অ্যাটলির (এ ফর অ্যাপল স্টুডিওস) প্রযোজনায় সিনেমাটির শিরোনাম এখনো নির্ধারণ করা হয়নি।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র পিংকভিলাকে জানিয়েছে, ‘কীর্তি তার বলিউড অভিষেকের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুত। সঠিক গল্প আর সঠিক সময় খুঁজছিলেন। বরুণ ধাওয়ানের এই ফিল্মটি তার পছন্দের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

আবেগ, ড্রামা এবং অ্যাকশনে ভরা এই বাণিজ্যিক ফ্লিকে তিনি একটি শক্তিশালী এবং গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করবেন। দক্ষিণে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে তার ব্যতিক্রমী অভিনয় দক্ষতা দিয়ে কীর্তি তার ডানা সারা ভারতে ছড়িয়ে দিতে প্রস্তুত। এই সিনেমাটি হলো সেই যাত্রার দিকে প্রথম পদক্ষেপ।’

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে মুম্বাইয়ে সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নির্মাতারা স্পষ্টতই ২০২৪ সালের ৩১ মে প্রেক্ষাগৃহে এটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করেছেন। এ জন্য নভেম্বরের মধ্যে সিনেমাটির নির্মাণ শেষ করার জন্য তিন মাসের সময়সূচি পরিকল্পনা করেছেন।

বরুণ ধাওয়ানকে সর্বশেষ দেখা গেছে অমর কৌশিকের ‘ভেড়িয়া’ চলচ্চিত্রে। বর্তমানে তিনি নিতেশ তিওয়ারি পরিচালিত তার পরবর্তী চলচ্চিত্র চলচ্চিত্র ‘বাওয়াল’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। এতে বরুণের সঙ্গে অভিনয় করছেন জাহ্নবী কাপুর।সিনেমাটি ২১ জুলাই মুক্তি পাবে।
অন্যদিকে কীর্তির হাতে রয়েছে একাধিক দক্ষিণ ভারতীয় প্রকল্প। তার আসন্ন চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে চিরঞ্জীবীর সাথে ‘ভোলা শঙ্কর’, ‘রিভলভার রিতা’, ‘রঘু থাথা’ এবং ‘কানিবেদী’র মতো চলচ্চিত্র।

সূত্র : পিংকভিলা


More News Of This Category