ফেনীর দাগনভূইয়া পৌরসভার দাসপাড়া মডেল হাফেজীয়া নামে এক মাদ্রাসায় একাধিক ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে মাদ্রাসা থেকে আটক করা হয় ।এ ঘটনায় জড়িত রিদওয়ান নামে আরো এক শিক্ষক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় ।
সূত্র জানায়, ভুক্তভোগী ছাত্রদের অভিভাবক দাগনভূইয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ শিক্ষক মোজাম্মেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসলে অভিযুক্ত শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে। মাদ্রাসায় আবাসিকের কমপক্ষে একডজন ছাত্রকে বলৎকারের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । রাতে বিভিন্ন সময়ে মাদ্রাসার ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে বলতকার করতো তারা।
এবিষয়ে মৌখিকভাবে ৪ জন ছাত্রের অভিভাবক থানায় অভিযোগ দেয়। পরে মাদ্রাসায় পুলিশ অভিযান চালায়।আটককৃত মোজাম্মেল (২৫) ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জোড়কাচারের আবদুল কুদ্দুসের ছেলে। অপর পলাতক শিক্ষক রেদওয়ানের বাড়ী চট্টগ্রামে বলে জানা গেছে । থানার ওসি মোঃ হাসান ইমাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় এক ছাত্রের অভিভাবক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ছাত্রদের আলামত পরীক্ষা জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে জড়িত অপর শিক্ষককেও গ্রেফতার করা হবে।মাদ্রাসার সেক্রেটারি দাগনভূইয়া পৌর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এ ঘটনার পর মাদ্রাসা বন্ধ করে গা ঢাকা দিয়েছেন।