ফেনী প্রতিনিধি
বিএনপি-জামায়াতসহ সরকার বিরোধী সমমনা কয়েকটি দলের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন(০১ নভেম্বর) ও ফেনীতে থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।তবুও থেমে নেই অবরোধকারীরা।সকালে ফেনী পৌর বিএনপি’র আহ্বায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিএনপি। এসময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী ও যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকারের নেতৃত্বে শহরের একাধিক সড়কে পিকেটিং করছে বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ। তাছাড়া ফেনী জেলা বিএনপির ঘাঁটি খ্যাত শহরের রামপুরে পুলিশের প্রবেশ ঠেকাতে রাস্তায় ইট ও বাঁশ দিয়ে অবরোধ করে রেখেছে দলটি। তবে, এখনও পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিভিন্ন স্থান থেকে বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,যে কোন অপ্রিতীকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের ৭ টি মোবাইল টিম র্যাবের দুটি, হাইওয়ে পুলিশের দুটি বিজিবির দুটি সহ মোট ১৩টি টিম সড়ক – মহাসড়কে টহল দিচ্ছে। এছাড়াও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। এদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, মামলা, হামলা ও গ্রেফতার করে তাদের আন্দোলন প্রতিহত করা যাবে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধের সহায়তা করছে তারা দোকানপাট খুলছে না ও রাস্তায় গাড়ি বের করছে না। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, অবরোধে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।