রিয়াদে বর্নাঢ্য আয়োজনে এই প্রথম বাংলাদেশীদের অর্থায়নে ও পরিচালনায় বিশ্বমানের রেস্টুরেন্ট ফুড হাউজের শুভ উদ্বোধন হল।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মীর রাসেল সুজনের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে ফুড হাউজের শুভ উদ্বোধন করেন সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত গোলাম মুসিহ।
এছাড়াও উপস্থিত ছিলেন সৌদি বাংলাদেশি বিনিয়োগকারী জাহাঙ্গির হোসেন, আনোয়ার শেখ, আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম, জিয়া, আলী, মানিক মিয়া, ইলিয়াস সহ প্রবাসি বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসি সাংবাদিক ফোরামের সভাপতি আরটিভির ব্যুরো প্রধান আবুল বশির, সাধারন সম্পাদক আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন, সময় টিভির প্রতিনিধি আরিফ, যমুনা টিভির প্রতিনিধি সেলিম, বাংলা টিভি প্রতিনিধি লিটন সহ ফোরামের অন্যান্য সাংবাদিকগন।
এ সময় গোলাম মুসিহ তার প্ররিক্রিয়ায় বলেন, আমি সৌদি আরবের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন কাল থেকেই ফুড হাউজের কর্ণধার মীর সুজনকে চিনি। আমি সত্যিই আনন্দিত যে তার হাত ধরেই বাংলাদেশী নামের এই অর্জন এবং আমি আশা করি বাংলাদেশিদের জন্য তার এই প্রচেষ্টা সফল হবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্লগার আব্দুল হালিম নিহন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য নৈশ্য ভোজের আয়োজন করা হয়।