• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরছেন তামিম

ক্রীড়া ডেস্ক ॥
Update : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর মান ভেঙেছে তামিম ইকবালের। অবসর ভেঙে ফের ফিরবেন তিনি। এর জন্য দেড় মাস সময় দেওয়া হয়েছে দেশসেরা ওপেনারকে।

আজ শুক্রবার (৭ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন দেশসেরা ওপেনার। দুপুরে তাঁকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। সঙ্গে যান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এ ছাড়া তামিমের স্ত্রী আয়শাও সঙ্গে ছিলেন। একই সঙ্গে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনকেও ডাকা হয় সেখানে।

প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম। তবে, এর জন্য দেড় মাস বিশ্রামে থাকবেন ৩৪ বছর বয়সী এই ওপেনার।

এ ব্যাপারে গণভবন থেকে বের হওয়ার সময় সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

এ ছাড়া নাজমুল হাসান পাপনও বলেছেন, ‘অবসরের চিঠি সে তুলে নিয়েছে। তবে যেহেতু সে ফিজিক্যালি ও মেন্টালি এখনও ফিট না, সে জন্য সে দেড় মাস সময় নিয়েছে। রিহ্যাবের পর খুব শীঘ্রই সে আবার ক্রিকেটে ফেরত আসবে।’

এদিকে গেল রাতে নিজেদের মধ্যে বৈঠক শেষে বিসিবিপ্রধান জানিয়েছেন, তারা তামিমের ফেরার অপেক্ষায় আছেন। অন্তত এশিয়া কাপ ও বিশ্বকাপে তামিমকে অধিনায়ক হিসেবে চায় বিসিবি। অবশেষে বিসিবিপ্রধানের আশা পূরণ হচ্ছে। তামিম আবারও ফিরছেন ক্রিকেটের সবুজ গালিচায়।


More News Of This Category