• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন

পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ

Reporter Name
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। তাই আজ (সোমবার) বিকেল ৩টার আগে সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধরী।

তিনি বলেন, ‘বর্তমানে দ্বীপে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি বৈরী আবহাওয়া বিদ্যমান। যেকোন মুহূর্তে সতর্ক সংকেত বেড়ে যেতে পারে। তাই সাগর উত্তাল হওয়ার সম্ভাবনা বেশি থাকায় সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর পরই আমরা পর্যটকদের অবগত করেছি। অনেক পর্যটক ইতোমধ্যে দ্বীপ ত্যাগ করছেন।’


More News Of This Category