বান্দরবানে টানা তিনদিনের ভারী বর্ষণে সাংগু নদীর পানি বেড়ে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচি উপজেলার দুর্গম তিন্দু, রেমাক্রীসহ নৌপথে যেতে হয় এমন সব পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার বিকেলে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহা. আবুল মনসুর বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নৌপথে যেতে হয় এমন সব পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সড়কপথে যাওয়া যায় এমন সব পর্যটনকেন্দ্রে যেতে বাধা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো সব স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।