• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপে শীর্ষ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আলিশা

ক্রীড়া ডেস্ক ॥
Update : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের আয়োজনে আসন্ন নারী বিশ্বকাপে ইনস্টাগ্রামের ১ নম্বর ইনফ্লুয়েন্সার হিসেবে জায়গা করে নিয়েছেন সুইজারল্যান্ডের ফুটবলার আলিশা লেহম্যান। তিনি পেছনে ফেলেছেন আমেরিকার অ্যালেক্স মরগানকে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা নিয়েলসন এই তথ্য জানিয়েছে। বর্তমানে আলিশা লেহম্যানের ইনস্টাগ্রামের অনুসারী সংখ্যা ১ কোটি ৩৬ লাখ। নিয়েলসন স্পোর্টস জানিয়েছে গত ১ বছরে ৭৫ শতাংশ অনুসারী বেড়েছে আলিশার।

নিয়েলসন এটি নির্ধারণ করেছে ইনস্টাগ্রামে কোনো খেলোয়াড়ের অনুসারী সংখ্যা, অনুসারী বৃদ্ধির হার, দর্শকদের আগ্রহের হার, দর্শকদের কাছে কতটুকু পৌঁছায় এবং প্রতি পোস্টে গড় ব্র্যান্ড ভ্যালুর ওপর ভিত্তি করে।

সুইস ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে টুইটারে সবচেয়ে বিখ্যাত এখন কোকা কোলা এবং ইএ স্পোর্টসের মতো ব্র্যান্ডের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো আলিশা। ছাড়িয়ে গেছেন বিখ্যাত টেনিস তারকা রজার ফেদেরারকে।

নিয়েলসনের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর এক বিবৃতিতে বলেছেন, ‘নারী বিশ্বকাপে অংশ্রগ্রহণ করতে যাওয়া ফুটবলাররা শুধুমাত্র ক্রীড়াবিদই নন বরং সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম প্রভাবকও। তারা ভোক্তাদের সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ এবং অনুসারীদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে পারেন।’

আগামী ২০ জুলাই শুরু হবে নারী বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আয়োজনে টুর্নামেন্টটিতে অংশ নেবে ৩২ দল। আগস্টের ২০ তারিখ সিডনিতে হবে টুর্নামেন্টের ফাইানাল। নোদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে সর্বশেষ ২০১৯ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেটি দেশটির টানা দ্বিতীয় ও সবমিলিয়ে চতুর্থ শিরোপা জয়ের ঘটনা।


More News Of This Category