• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন

নামাজে কেরাত পাঠে আটকে গেলে কি করবেন?

নিউজ ডেস্ক ॥
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

ইসমাঈল সিদ্দিকী :

নামাজে কেরাত পাঠে আটকে গেলে কি করবেন?
প্রশ্ন: আমাদের মসজিদের ইমামের অনুপস্থিতিতে আমাকেই ইমামতি করতে হয়। তখন কখনো কখনো কেরাত পড়ার সময় আয়াতের মাঝে আটকে যাই। অথবা পরবর্তী আয়াত স্মরণ করতে পারি না। তখন খুব পেরেশানিতে পড়তে হয়। তাই এখন আমি জানতে চাই, ইমাম যদি কেরাতের মাঝে আটকে যান, তা হলে করণীয় কী?

উত্তর: ইমাম নামাজে কেরাতে আটকে গেলে যদি ওই নামাজের মাসনুন কেরাত পরিমাণ পড়া হয়ে যায় তা হলে ইমাম রুকুতে চলে যাবেন।

আর যদি কেরাতের ওয়াজিব পরিমাণ পড়া হয়ে যায় কিন্তু ওই নামাজের মাসনুন কেরাত পরিমাণ পড়া না হয়ে থাকে, তা হলে সম্ভব হলে অন্যস্থান থেকে পড়া শুরু করবে।

এ ক্ষেত্রেও অন্য স্থান থেকে না পড়ে মুক্তাদির লোকমার অপেক্ষা করা অনুত্তম। আর যদি তাৎক্ষণিক অন্য কোথা থেকে পড়বেন তা স্মরণে না আসে, আর লোকমা দেওয়ার মতো কেউ না থাকে তা হলে যেহেতু কেরাতের ওয়াজিব পরিমাণ পড়া হয়ে গেছে, তাই চাইলে রুকুতেও চলে যেতে পারবেন।

সূত্র: কিতাবুল আসল: ১/১৭১; আলমাবসুত: ১/১৯৪; বাদায়েউস সানায়ে: ১/৫২৪


More News Of This Category