• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন

নগ্নতার জাল

॥ অধ্যাপক ডা. মো. আবদুর রহিম ॥
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

নগ্নতায় নিমজ্জিত সমগ্র সমাজ
কেউ তবু বিন্দুমাত্র পায় না তো লাজ,
নগ্নতার প্রবাহিত বিষায়িত ঢেউ
কত-যে আঘাত হানে জানে না তো কেউ!

বিশ্বব্যাপী পরিব্যাপ্ত নগ্নতার জাল
সৃষ্টি করে পরিবেশ জঘন্য ভয়াল
কমনীয় শালীনতা করে যে আড়াল
শান্তিপ্রিয় জনতাকে করে নাজেহাল।

নগ্নতার অবারিত মোহময় রূপ
আবিষ্ট হৃদয়ে লাগে কত অপরূপ!
প্রভাবিত প্রতারিত বিভ্রান্ত হৃদয়
ভ্রান্তির ছলনে খোঁজে বিপুল বিজয়।

মনে হয় যেন কত মন্ত্রমুগ্ধতায়
অভিভূত হয়ে এত মত্ত উগ্রতায়
আন্দোলিত নগ্নতার তরঙ্গমালায়
হাবুডুবু খেতে খেতে ডুবে যেতে চায়!

নগ্নতার দুর্নিবার উগ্র আবেদন
প্রভাবিত করে কত বিব্রত মনন
সৃষ্টি করে অনুলিপ্ত অনুরক্ত দাস
মানবীয় সভ্যতাকে করে পরিহাস।

মনে হয় যেন কত বিপুল বিজয়
নগ্নতায় ঘটে ব্যাপ্ত নগ্ন পরাজয়!
ছলনার মায়াজালে জড়িয়ে হৃদয়
বিপর্যস্ত সভ্যতার ঘটায় প্রলয়।

লেখক : প্রাক্তন  চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।

 


More News Of This Category