• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন

তথ্য কমিশনার হলেন মাসুদা ভাট্টি ও শহীদুল আলম

একেনিউজ ডেস্ক ॥
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সাংবাদিক মাসুদা ভাট্টি ও অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুক। ফাইল ছবি

সাংবাদিক মাসুদা ভাট্টি ও অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুককে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিকার আইনের ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের ওই পদে নিয়োগ দিয়েছেন। মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য কমিশনার পদে মাসুদা ভাট্টি ও শহীদুল আলমের নিয়োগের মেয়াদ পাঁচ বছর অথবা তাদের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে।

সাংবাদিক মাসুদা ভাট্টি তথ্য কমিশনে সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন। আর একটি পদ ফাঁকা ছিল, সেই পদে নিয়োগ পেলেন শহীদুল আলম।

শহীদুল আলম দশম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন। জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে মহা-পরিদর্শক, নিবন্ধন পদ থেকে গত জানুয়ারিতে অবসর ছুটিতে যান। অন্যদিকে মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।


More News Of This Category