চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি এবং ভূমিধ্বস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারী বৃষ্টির কারণে গত চারদিন ধরে স্থবির চট্টগ্রাম। গতকাল সকালে হাটহাজারী উপজেলার ইসলামিয়া হাট বাদামতল এলাকায় নালায় পড়ে নিপা পালিত (২৪) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এদিকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরের রাস্তাঘাট, অলিগলি ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।
এ ছাড়া রেললাইনে জলাবদ্ধতার কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের অন্তত চারটি বিভাগে চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।