• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন

ক্ষমতায় আওয়ামী লীগ থাকলে ‘জনগণের ভোট’ হবে না: ফখরুল

একেনিউজ ডেস্ক ॥
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে নির্বাচন হবে, তাতে জনমতের প্রতিফলন ঘটবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “সরকার আবারও ওইভাবে নির্বাচন করার পাঁয়তারা করছে। আমরা জনগণের পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই, আমাদের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আমরা দেখেছি যে এটা কখনই সম্ভব না যদি বর্তমান শাসকগোষ্ঠি বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে।”

মঙ্গলবার বিকালে বিএনপির মিডিয়া সেলের এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “সেই কারণে বলেছি যে, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। যেন সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।”

এই দাবিতে দেশের সব রাজনৈতিক দল এখন একমত- এই দাবি করে ফখরুল বলেন, “এখানে বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, একথাটা কখনোই মুখ্য নয়। মুখ্য হচ্ছে, মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেটা ১৯৭১ সালে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম জনগণকে।”

এক্ষেত্রে সংবাদ প্রচারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আজকে সেজন্য এই মিডিয়া সেলের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।”

আওয়াামী লীগ বিভিন্ন কৌশলে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করছে দাবি করে বিএনপি মহাসচিব বিভিন্ন সংবাদপত্র বন্ধ করে দেওয়া, সাংবাদিক নির্যাতন-গ্রেপ্তার, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন., সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত শেষ না হওয়ার কথা বলেন।

গুলশানের সিক্স সিজন হোটেলে এই অনুষ্ঠানে সেলের এক বছরের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র দেখান হয়।

মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, ফরহাদ হালিম ডোনার, আবদুল হাই শিকদার, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের শাম্মী আখতার, মোর্শেদ হাসান খান, রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, ফয়সাল মাহমুদ ফয়েজী, মীর মোহাম্মদ হেলাল, মওদুদ হোসেন আলমগীর, আলী মাহমুদ, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ডেনমার্কসহ কয়েকটি দেশের কূটনীতিকও ছিলেন এই অনুষ্ঠান।

জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন।


More News Of This Category