• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন

ক্রোমবুকে ১০ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাঠাবে গুগল

প্রযুক্তি ডেস্ক ॥
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

ক্রোমবুকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আগামী বছর থেকে এই সুবিধা চালু হবে। ২০২১ সালের পরের মডেলগুলোতে স্বয়ংক্রিয়ভাবে ১০ বছরের আপডেট পাবেন ব্যবহারকারীরা। যদি ২০২১ সালের আগের মডেল হয় এবং সচল থাকে তবে বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি বিভাগের অ্যাডমিনরা স্বয়ংক্রিয় আপডেট ১০ বছর পর্যন্ত বর্ধিত করার সুযোগ পাবেন।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের পাবলিক রিসার্চ গ্রুপ (পিআইআরজি) জানায়, পুরনো ক্রোমবুক ল্যাপটপের মন্থর গতি স্কুলগুলোতে বিশাল এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চার বা পাঁচ বছর পর থেকেই সফটওয়্যারের আপডেটের ডেট এক্সপায়ার হয়ে যায়। এরপর এসব ল্যাপটপ দিয়ে কোনো কাজ হয় না। এগুলো পরিণত হয় ই-বর্জ্যে।

সরকারিভাবে নতুন ডিভাইস কিনতে ব্যয় করতে হয় ট্যাক্স প্রদানকারীদের অর্থ। ২০২২ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পাঁচ কোটি স্কুল শিক্ষার্থী ক্রোমবুক ল্যাপটপ ব্যবহার করে থাকে। ক্রোমওএসচালিত ক্রোমবুক ল্যাপটপের র‌্যাম, প্রসেসর সাধারণত কম শক্তিশালী হয়। স্টোরেজও কম থাকে বলে প্রচলিত অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ও ম্যাকওএসের চেয়ে ক্লাউডভিত্তিক সেবার ওপর বেশি নির্ভর করতে হয়।

এসার, লেনোভো ও স্যামসাংসহ নানা ব্র্যান্ডের ল্যাপটপ ক্রোমওএসে চলে। সূত্র : টেকস্পট


More News Of This Category