• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমার নাগরিক আটক

একেনিউজ ডেস্ক ॥
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৩ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইসসহ মো. নুরুন্নবী (২৭) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করছে বিজিবি।
বুধবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের নাফনদীর জিন্নাহ খাল এলাকা থেকে তাকে আইসসহ গ্রেপ্তার করা হয় বলে জানান বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। আটক ব্যক্তি মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে।
অধিনায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
মহিউদ্দীন বলেন, কিছুক্ষণ পর টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ এদেশের সীমান্তে জিন্নাহ খালের দিকে আসতে দেখে।
এসময় টহলদল এক চোরাকারবারিকে আটক করে এবং অপর দুই ব্যক্তি নৌকা থেকে লাফিয়ে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় কালো পলিব্যাগে মোড়ানো একটি পুটলা থেকে ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। অবৈধ মাদক পাচারের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার মিয়ানমার নাগরিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


More News Of This Category