কক্সবাজারের চকরিয়ায় গ্রামে বজ্রপাতে এক নারীসহ দু’জন নিহত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকালে উপজেলার কাকারা ও পৌরসভার পালাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার ঘুনিয়াবিল গ্রামের হাসান আলীর ছেলে ওসমান গণি (৫০) ও চকরিয়া পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তছলিমা বেগম (৩৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি বাড়ির পাশে কাজ করছিল। ওইসময় মুষলধারে বৃষ্টিতে শুরু হয়। আকস্মিক বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় ও স্বজনরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সকাল ৮টার দিকে বৃষ্টির সময় পৌরসভার পালাকাটা গ্রামের কালাচাঁদপাড়া গ্রামের ক্ষেত থেকে গরু গোয়াল ঘরে আনার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তছলিমা বেগম।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সকালে বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে মারা গেলে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পায় বিধায় পৃথক দুটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে থানায়।