• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন

একে অপরের প্রতি দায়িত্ব পালন

অধ্যাপক ডা. মো. আবদুর রহিম ॥
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

জীবনের পথে পথে সামাজিকতায়
নির্ধারিত সুনির্দিষ্ট দায়িত্ব বর্তায়,
একে অপরের প্রতি দায়িত্ব পালন
সমুন্নত করে আরো সংহত জীবন।

বিনিময় হয় যদি প্রশান্তি সালাম
তনুমন লাগে কত নয়নাভিরাম!
পরস্পর নিবেদিত শুভকামনায়
প্রশান্তি বিরাজ করে সামাজিকতায়।

যথার্থ পালন করে ললিত নিয়ম
এ জীবন হতে পারে স্নিগ্ধ অনুপম,
নির্লিপ্ত মানুষ তবু কত-যে হেলায়
প্রবঞ্চিত হয় ব্যর্থ সামাজিকতায়।

মুমিনের আন্তরিক কোনো আমন্ত্রণ
বিনীত মুমিন করে সাদরে গ্রহণ,
পরস্পর নিবেদিত আন্তরিকতায়
হৃদয় আপ্লুত হয় সামাজিকতায়।

রোগাক্রান্ত হয় যদি প্রিয় পরিজন
মুমিনেরা করে স্বীয় দায়িত্ব পালন
সুবিনীত নিবেদিত আন্তরিকতায়
নিয়োজিত থাকে কত সহযোগিতায়!

আশেপাশে কেউ যদি থাকে অসহায়
যথাযথ প্রত্যাশিত আন্তরিকতায়
নিবেদিত মুমিনের দায়িত্ব পালন
নিরসন করে যত ব্যাপ্ত অনটন।

লেখক : প্রাক্তন চেয়ারম্যান, ইন্টারনাল  মেডিসিন বিভাগ, বিএসএমএম্‌ইউ, শাহবাগ, ঢাকা।


More News Of This Category