• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ পূর্বাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের গোলাগুলিতে নিহত ১, আহত ১

একেনিউজ ডেস্ক ॥
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় ইমান হোসেন (১৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
১৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্ট এর এ/১৪-১৫ বøকে এ গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও’র সন্ত্রাসী দল এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ক্যাম্পবাসীর।
ইমান হোসেন (১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ বøক এফ/১৪ বøকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে এবং আহত যুবক একই ক্যাম্পের এফ/১৭ বøকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুর (৪৭)।
ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ইস্ট এর এ/১৪ ও ১৫ বøকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ২০-২৫ রাউন্ড গুলি বিনিময় করে। ওই গোলাগুলিতে ইমান হোসেন মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেওয়া হয়। এর পর সেখানে ইমান হোসেনের মৃত্যু হয়। মোহাম্মদ নুর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক নিহত হয়েছে। তবে কারা- কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ ও এপিবিএন কাজ করছে।


More News Of This Category