মেঘে মেঘে সমাচ্ছন্ন সমগ্র আকাশ
ঘূর্ণাবর্তে প্রবাহিত দুরন্ত বাতাস,
অন্ধকারে নিমজ্জিত সমগ্র ভুবন
আন্দোলিত করে কত আতঙ্কিত মন!
মুহুর্মুহু বিচ্ছুরিত বিদ্যুত চমক
দিতে চায় যেন কত প্রচণ্ড ধমক!
মন্দ্রস্বরে নিপতিত রুদ্র বজ্রপাত
সন্ত্রস্ত হৃদয়ে হানে প্রচণ্ড আঘাত।
আতঙ্কিত যেন কত ভীত জনগণ
ঘটে যেতে পারে কোনো ব্যাপ্ত অঘটন!
পেতে প্রিয় প্রত্যাশিত শুভ উত্তরণ
আশান্বিত তবু কত বিপর্যস্ত মন!
প্রবাহিত পাতকের দুরন্ত ধারায়
সারাবিশ্ব জর্জরিত কলঙ্কমালায়,
দুর্বিনীত মানুষের কলুষিত মন
কলুষিত করে কত সমগ্র ভুবন!
ভাগ্যহত বিপর্যস্ত বিষণ্ন হৃদয়
খুঁজে ফিরে সৌভাগ্যের প্রসন্ন সময়,
উদ্ভাসিত আকাশের শুভপ্রত্যাশায়
আশান্বিত আতঙ্কিত সময় কাটায়।
ঝঞ্ঝাক্ষুব্ধ বৃষ্টিপাতে প্রচণ্ড ধারায়
পুঞ্জিত কলুষ যেন দূর হয়ে যায়,
দূরীভূত করে যত সান্দ্র অন্ধকার
আলোকিত জীবনের খুলে যাক দ্বার।
লেখক : প্রাক্তন চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।