• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন

আইনমন্ত্রী আইনের রাজনৈতিক ব্যাখ্যা করছেন : কায়সার কামাল

একেনিউজ ডেস্ক :
Update : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি

 

দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে অনুমতি দেয়নি সরকার। এ নিয়ে আইনের ব্যাখ্যাও দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে, আইনমন্ত্রী আইনের রাজনৈতিক ব্যাখ্যা করছেন বলে দাবি করছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আজ বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে নিজ কার্যালয়ে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এই আইনজীবী এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আইনমন্ত্রী আইনের রাজনৈতিক ব্যাখ্যা করেছেন। রাজনৈতিক ব্যাখ্যা এ কারণেই বলবো, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় স্পষ্টভাবে বলা আছে, সরকার চাইলে একজন সাজাপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করতে পারে। সাজা কমাতে ও সাময়িকভাবে স্থগিত করতে পারে; শর্তযুক্ত বা শর্তমুক্তভাবে। খালেদা জিয়ার ক্ষেত্রে ওনারা শর্তযুক্ত করে দিয়েছেন। শর্ত তুলে নিলেই খালেদা জিয়া বিদেশে যেতে পারেন।’

এই আইনজীবী বলেন, ‘৪০১(৬) ধারায় স্পষ্টভাবে বলা আছে, সরকার চাইলে সাধারণ বা বিশেষ নির্বাহী আদেশে যেকোনো বন্দির ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হলে তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। কারণ, অন্য একজন নেত্রী দেশ ছেড়ে গেলেও খালেদা জিয়া কখনও দেশ ছেড়ে যাননি।’

রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়া ক্ষমা চাইবেন কি না এমন প্রশ্নের জবাবে কামাল কায়সার বলেন, ‘তিনি তো রাষ্ট্রপতির অর্ডারে বের হননি। এখনও খালেদা জিয়া নির্বাহী আদেশের আন্ডারেই আছেন। শর্তযুক্ত মুক্তিতে আছেন। খালেদা জিয়ার সব কিছু এখন সরকারের নিয়ন্ত্রণে। তিনি (রাষ্ট্রপতি) চাইলেই এখন একটা কিছু করতে পারেন না। উনার সব দায়দায়িত্ব সরকার প্রধানকেই বহন করতে হবে।’


More News Of This Category