• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন

অ্যাপলের এয়ারট্যাগ দিয়ে প্রাক্তনের ওপর প্রেমিকের নজরদারির অভিযোগ

প্রযুক্তি ডেস্ক ॥
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

অ্যাপলের এয়ারট্যাগ / সংগৃহীত

যদিও বর্তমানে দুজনের কোনো সম্পর্ক নেই, তবুও প্রাক্তন প্রেমিকা কোথায় যাচ্ছেন, কী করছেন এবং কার সঙ্গে দেখা করছেন তা নজরদারি করতেই অ্যাপলের এয়ারট্যাগ ব্যবহার করছেন এক প্রেমিক। আজব এ ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদে।

মূলত বৈদ্যুতিক কোনো যন্ত্র হারিয়ে গেলে তা সহজে খুঁজে বের করার জন্য অ্যাপলের এয়ারট্যাগ ব্যবহার করা হয়। তবে শুধু হারানো জিনিস খুঁজে পেতে নয়, কোনো ব্যক্তির অজান্তে তার পিছু নিতেও ব্যবহার করা হচ্ছে বিশেষ এ যন্ত্রটি।

জানা গেছে, অভিযুক্ত ওই প্রেমিক তার প্রাক্তনের গাড়ির সিটের নিচে এয়ারট্যাগটি লুকিয়ে রেখেছিলেন। কারণ তার উদ্দেশ্যই ছিল প্রাক্তন প্রেমিকার গতিবিধি নজরদারি করা।

ভুক্তভোগী ওই প্রাক্তন বলেন, সুযোগ বুঝে আমার গাড়িতে এমনভাবে এয়ারট্যাগটি বসিয়ে রাখা হয়েছিল যেন আমি টের না পাই। আমার গতিবিধিসহ বিস্তারিত নোটিফিকেশন তার ফোনে পৌঁছে যাচ্ছিল কয়েনের আকারের বিশেষ এ যন্ত্রটির মাধ্যমে।

উল্লেখ্য, আহমেদাবাদের সাইবার সেল বিভাগে ইতোমধ্যেই তার অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের হয়েছে।


More News Of This Category