• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন

অধ্যাপক ডা. মো. আবদুর রহিমের তিনটি কবিতা

একেনিউজ ডেস্ক ॥
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

কতকিছু ঘটে যায়

নিসর্গের নৈমিত্তিক ঘটনামালায়
কতকিছু ঘটে যায় এই বসুধায়!
বিভ্রান্ত মানুষ তবু কত উদাসীন
চরম বিভ্রমে করে নিজেকে বিলীন!

ক্ষণিকের তরে মত্ত লুব্ধ ক্ষমতায়
কেন যে মানুষ এত বিবেক হারায়!
কুক্ষিগত করে ব্যাপ্ত ক্ষমতাবলয়
কেন যে ঘটায় এত জঘন্য প্রলয়!

আছে নাকি কারো এত ক্ষমতা অসীম
ছুঁয়ে যেতে পারে কভু আকাশ নিলীম!
তবু কেন করে এত উগ্র অহংকার
উন্মত্ত দুর্বৃত্ত খোলে আঁধারের দ্বার!

কেন এত প্রতারিত বিভ্রান্ত হৃদয়
ভুলে যায় জীবনের অন্তিম প্রলয়!
উপভোগ করে মত্ত সুখের সময়
হারাতে চায় না আর ক্ষমতাবলয়।

ধন্য হতে পরিব্যাপ্ত সাফল্যমালায়
পৃথিবী রঞ্জিত করে শোণিতধারায়
পৌঁছে যেতে প্রত্যাশিত সমুচ্চ চূড়ায়
জঘন্য আঘাত হানে পাশবিকতায়।

যদিও ক্ষমতা এত রুদ্র ভয়ংকর
পার হতে পারে না তো লোহিতসাগর,
হাবুডুবু খেয়ে মত্ত তরঙ্গমালায়
নাজেহাল হয়ে শেষে জীবন হারায়।

মিথ্যাচারে জর্জরিত পঙ্কিল হৃদয়

দুর্বৃত্ত মানুষ মেতে জঘন্য খেলায়
প্রতারণা জালে কত সহজে জড়ায়!
বিবেকের সুবিচার করে পরিহার
খোলে কত পরিব্যাপ্ত আঁধারের দ্বার!

ক্ষমতার দম্ভে করে নগ্ন মিথ্যাচার
বিভ্রান্ত হৃদয়ে ভাবে পেয়ে যাবে পার,
ধামাচাপা দিয়ে কত সত্যকে মিথ্যায়
ধন্য হতে চায় ব্যাপ্ত সাফল্যমালায়।

নিমজ্জিত হয়ে পঙ্কে মিথ্যাচারিতার
বাস্তবে কি দেখা পায় সাফল্যমালার!
মিথ্যাচারে জর্জরিত পঙ্কিল হৃদয়
কত-যে অতলে আরো নিমজ্জিত হয়!

প্রলোভিত প্রতারিত কলুষিত মন
আঁধারের সাথে করে নগ্ন আলিঙ্গন,
মোহমত্ত ক্ষমতার বিস্তারিত জাল
সৃষ্টি করে আঁধারের ব্যাপ্ত অন্তরাল।

পরিব্যাপ্ত যদি এত সান্দ্র অন্ধকার
পঙ্কিলতা থেকে আর পায় কি উদ্ধার!
প্রবাহিত পরিব্যাপ্ত ঘন অন্ধকার
রুদ্ধ করে জীবনের সাফল্যের দ্বার।

জড়িয়ে জঘন্য নগ্ন কলঙ্কমালায়
পায় না তো খুঁজে আর মুক্তির উপায়,
দুষ্টচক্রে ঘূর্ণাবর্তে পঙ্কিল হৃদয়
ত্বরান্বিত করে আরো জঘন্য প্রলয়।

সংহত জীবন ধন্য সংযত কথায়

অভিষিক্ত হয়ে প্রিয় অমিয় সুধায়
ভুবনে সবাই ধন্য আত্মমর্যাদায়,
আত্মমর্যাদার প্রতি যে কোনো আঘাত
প্রত্যাঘাতে সৃষ্টি করে নগ্ন অভিঘাত।

পৃথিবীর পথে পথে বাস্তবিকতায়
সংহত জীবন ধন্য সংযত কথায়,
কেন যে মানুষ এত স্বেচ্ছাচারিতায়
বিপর্যয় ডেকে আনে অযথা কথায়!

কথায় তো করা যায় ত্রিভুবন জয়
কখনো কথায় ঘটে জঘন্য প্রলয়,
চরম আক্রোশে ব্যক্ত বিরূপ কথায়
ব্যথাহত মানুষের মন ভেঙে যায়।

দুর্বৃত্ত মানুষ নগ্ন জঘন্য কথায়
কর্কশ ভাষায় কত শাসাতে যে চায়!
বিরূপ কথায় যদি খুঁজে ফিরে জয়
ভাগ্যে জোটে অযাচিত নগ্ন পরাজয়।

মন জয় করে কত মধুর কথায়
বিজ্ঞজন ধন্য হয় সাফল্যমালায়,
কথামালা জয় করে মনের ভুবন
করে যেতে পারে ব্যাপ্ত ভুবন শাসন।

কুটিল কথার ব্যাপ্ত ছলনামালায়
বিধ্বস্ত হৃদয় জ্বলে জ্বলন্ত জ্বলায় ,
ললিত হৃদয়ে জাগে প্রিয় অভিপ্রায়
এ জীবন ধন্য হোক সংযত কথায়।

 লেখক : প্রাক্তন  চেয়ারম্যান, ইন্টারনাল  মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।


More News Of This Category