চকরিয়ার ভারপ্রাপ্ত বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার আদালত বারবাকিয়ার ইউনিয়নের জালিয়াকাটা গ্রামের মৃত হাবিব উল্লাহর পুত্র বারেক আহমেদ, সবজিবন পাড়ার মৃত মোহাম্মদিয়ার পুত্র জসিম উদ্দিন, জসিম উদ্দিনের পুত্র ফয়সালকে দন্ডবিধি ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬(২) ধারায় জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
বুধবার বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে এই আদেশ দেন। মামলার বাদী সবজিবন পাড়া গ্রামের নুরুল আবছারের পুত্র নজরুল ইসলাম এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।